অ্যাক্টিনাইড ধাতু

অ্যাক্টিনাইড ধাতু



অ্যাক্টিনাইড হল ১৫টি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত পর্যায় সারণীর একটি বিশেষ শ্রেণী। 

 ৮৯ থেকে ১০৩ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। 

 অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত মৌলগুলোকে অ্যাক্টিনাইড মৌল বলা হয়। 

গ্রূপ ৩ মৌল অ্যাক্টিনাইড থেকে এই শ্রেণীর নাম দেয়া হয়েছে অ্যাক্টিনাইড।

Post a Comment

0 Comments