অধাতব অক্সাইড অম্লধর্মী কেন ?

অধাতব অক্সাইড অম্লধর্মী কেন ?

 


অম্লীয় অক্সাইডঃ যেসব অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে তাদেরকে অম্লীয় অক্সাইড বলে।


অধাতব অক্সাইড গুলোকে পানিতে দ্রবীভূত করলে এসিড গঠন করে। সেই এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে, সেই কারণে অধাতুর অক্সাইড অম্লীয় হয়


কিছু অধাতুর অক্সাইড যেমনঃ বোরন অক্সাইড (B₂O₃), কার্বন ডাই অক্সাইড (CO₂), নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂), নাইট্রোজেন ট্রাই অক্সাইড (N₂O₃), নাইট্রোজেন পেন্টা অক্সাইড (N₂O₅), ফসফরাস ট্রাই অক্সাইড (P₂O₃), ফসফরাস পেন্টা অক্সাইড (P₂O₅), সিলিকন ডাই অক্সাইড (SiO₂), সালফার ট্রাই অক্সাইড (SO₃), সালফার ডাই অক্সাইড (SO₂), ক্লোরিন হেপ্টা অক্সাইড (Cl₂O₇) ইত্যাদি অম্লীয় অক্সাইড।


এরা পানির সাথে বিক্রিয়া করে এসিড গঠন করে:


H₂O + Cl₂O₇ = 2HClO₄


H₂O + CO₂ = H₂CO₃


H₂O + NO₂ = HNO₃


H₂O + SO₂ = H₂SO₃


H₂O + SO₃ = H₂SO₄


H₂O + P₂O₅ = H₃PO₄


এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে:


2NaOH+CO₂ = Na₂CO₃+H₂O


NaOH+B₂O₃ = Na₃BO₃+H₂O


NaOH+NO₂ = NaNO₃ + H₂O


NaOH+N₂O₃ = NaNO₂+H₂O


NaOH+N₂O₅ = NaNO₃+H₂O


NaOH+P₂O₃ = Na₃PO₃+H₂O


NaOH + P₂O₅ = Na₃PO₄ + H₂O


NaOH + SO₃ = Na₂SO₄ + H₂O


NaOH +SO₂ = Na₂SO₃ + H₂O


NaOH +Cl₂O₇ = NaClO₄ + H₂O


সিক্ত পরীক্ষা : অধাতব অক্সাইডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করতে পারে।


সেই দিক দিয়েও অধাতুর অক্সাইড গুলি অম্লীয় হয়।

Post a Comment

0 Comments