Our Story

Our Story

কেমিষ্ট কেয়ার এর সূচনাঃ

গল্পের শুরুটা ২০০৮ এর জুন মাস থেকে, খুলনায় ব্যাচ আকারে বিশ্ববিদ্যালয় এডমিশন এর জন্য জন করে করে ৩টি ব্যাচ মোট ১২ জন ছাত্র ছাত্রী দিয়ে যাত্রা শুরু হয়। ব্যক্তিগত ভাবে পড়ানো শিক্ষার্থীদের মধ্যে জন- বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হবার সুযোগ পায়।

২০০৯ থেকে আমাদের যাত্রা শুরু হয় ঢাকায়। "উদ্ভাবন এডমিশন একাডেমিক কেয়ার" নামে ঢাকার ফার্মগেট, মোহাম্মদপুর, রামপুরা উত্তরা সহ মোট টি ব্রাঞ্চে আমরা অত্যন্ত সুনামের সাথে একাডেমিক এডমিশন সাপোর্ট দিয়ে এসেছি দীর্ঘ ১২ বছর

২০২০ অভিশপ্ত করোনার কারণে আমাদের সকল ব্রাঞ্চ ধীরে ধীরে বন্ধ করে দিতে বাধ্য হই। কিন্তু জীবন যুদ্ধে আমরা হেরে যেতে চাইনি তাইতো দীর্ঘ বছরের বিরতির পর আমরা ২০২১ থেকে নতুন করে নতুন নামে অফলাইন অনলাইনে শিক্ষা সেবা শুরু করছি।

পূর্বে আমরা সকল বিষয়ের সাপোর্ট দিয়ে থাকলেও এবারের আমাদের পরিকল্পনা ভিন্ন।

আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ের উপর এক্সপার্ট করে তুলতে। আর সেই লক্ষ্যেই আমরা এসএসসি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের মূল সাবজেক্ট পদার্থ, রসায়ন, গণিত উচ্চতর গণিত এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য শুধু মাত্র রসায়ন নিয়ে কাজ করছি।

আমাদের লক্ষ অফলাইন অনলাইনের মাধ্যমে সমগ্র দেশের সকল শিক্ষার্থীদের কাছে আমাদের সেবা পৌঁছে দেয়া।

দোয়া প্রার্থী

কেমিস্ট কেয়ার এর শিক্ষক বৃন্দ

 


Post a Comment

0 Comments