অবস্থান্তর ধাতু

অবস্থান্তর ধাতু

 

যে সকল d-ব্লক মৌলের একটি সুস্থিত আয়নের ইলেক্ট্রন বিন্যাসে d-অরবিটাল ইলেক্ট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর ধাতু বলে। অবস্থান্তর পদার্থসমূহ উচ্চ প্রসারণ শক্তি, ঘনত্ব, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। অবস্থান্তর ধাতু হল ৪০ টি রাসায়নিক উপাদান যা পর্যায় সারণীর ২১ থেকে ৩০, ৩৯ থেকে ৪৮, ৭১ থেকে ৮০ এবং ১০৩ থেকে ১১২ নম্বর অবস্থানে অবস্থিত।

Post a Comment

0 Comments