ধাতব অক্সাইড ক্ষারীয় কেন?

ধাতব অক্সাইড ক্ষারীয় কেন?

 

ক্ষারীয় অক্সাইডঃ যেসব অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে তাদেরকে ক্ষারীয় অক্সাইড বলে।

ধাতব অক্সাইড গুলোকে পানিতে দ্রবীভূত করলে ক্ষার গঠন করে। সেই ক্ষার এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে, সেই কারণে ধাতব অক্সাইড ক্ষারীয় হয়।

ধাতুসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতুর অক্সাইড গঠন করে।

যেমনঃ ম্যাগনেসিয়াম (Mg) অক্সিজেনের (O₂) সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) গঠন করে।

2Mg + O₂ -----------> 2MgO

এক্ষেত্রে ম্যাগনেসিয়াম পরমাণু তার বহিঃস্থ কক্ষপথ হতে দুটি ইলেকট্রন ত্যাগ করে Mg²+ আয়ন গঠন করে। অপরদিকে, অক্সিজেন পরমাণুর দুটি ইলেকট্রন গ্রহণ করে O²- আয়ন গঠন করে।

Mg ----------> Mg²+ + 2e-

O + 2e- ----------> O²-

Mg²+ + O²- ---------> MgO

ধাতুর অক্সাইডগুলি পানিতে দ্রবীভূত করলে অক্সাইড আয়ন O²- তৈরি হয়। এই অক্সাইড আয়ন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড আয়ন(OH-) গঠন করে। যা ক্ষারীয়তার বৈশিষ্ট্য।

যেমনঃ সোডিয়াম অক্সাইড (Na₂O) পানিতে দ্রবীভূত করলে অক্সাইড আয়ন (O²-) উৎপন্ন হয়। এই অক্সাইড আয়ন পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোক্সাইড গঠন করে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) উৎপন্ন হয়।

Na₂O (aq) ------> 2Na+(aq) + O²-(aq)

O²-(aq) + H₂O (l) -------> 2HO- (aq)

2Na+(aq) + 2HO- (aq) ---------> 2NaOH

আবার, ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে। যেমনঃ জিংক অক্সাইড (ZnO) হাইড্রোক্লোরিক এসিডের (HCl) সাথে বিক্রিয়া করে জিংক ক্লোরাইড (ZnCl₂)লবণ ও পানি উৎপন্ন করে।

ZnO + 2HCl --------> ZnCl₂ + H₂O

যেহেতু, ধাতুর অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে এবং পানিতে দ্রবীভূত করলে হাইড্রোক্সাইড গঠন করে। সেহেতু বলা যায়, ধাতুর অক্সাইড সমূহ ক্ষারীয়।

Post a Comment

0 Comments