বিরল মৃত্তিকা মৌল

বিরল মৃত্তিকা মৌল


 

সহজ ভাবে বলতে গেলে বিরল মৃত্তিকা মৌল বা Rare Earth Element (RER) বলতে বোঝায় পার্যায় সারণীর যেসব মৌল বিরল, অর্থাৎ পৃথিবীতে যেসব মৌল খুব কম পাওয়া যায়। আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থার সঙ্গানুযায়ী, বিরল মৃত্তিকা মৌল' বা বিরল মৃত্তিকা ধাতু হলো পর্যায় সারণির ১৭ টি মৌলের একটি সেট, আরো বিশদভাবে, ১৫ টি ল্যান্থানাইড মৌল এবং সেই সাথে স্ক্যানডিয়াম ও ইট্রিয়াম।

Post a Comment

0 Comments