হাইড্রোজেন

হাইড্রোজেন



 হাইড্রোজেন: মৌলিক পদার্থ (Element), সংক্ষেপে মৌল। ভর সব চেয়ে কম। মানে সবার চাইতে হালকা। সাধারণ তাপমাত্রায় গ্যাস। তাপমাত্রা খুব কমালে (-240oC) তরল অবস্থায় পৌঁছে যায়। আরও নিচু তাপমাত্রায় হয়ে যায় কঠিন।

হাইড্রোজেনকে পর্যায় সারণির কোথায় রাখা হবে সে নিয়ে একসময় হলো বিতর্ক। কেউ বললো, এর ধর্ম ধাতুর(Metal) মতো তাকে ধাতুর সাথেই রাখা হোক। কেউ বললো, এর ধর্ম অধাতুর মতো, একে অধাতুর সাথে রাখা হোক। মৌলের পারমাণবিক সংখ্যার(Proton number) ভিত্তিতে হাইড্রোজেনকে রাখা হলো গ্রুপ-I এ।

Post a Comment

0 Comments