অধাতু

অধাতু

 

অধাতু গুলো ধাতুর মতো চকচকে বা এজাতীয় চোখে পড়ার মতো বৈশিষ্ট্য এদের নেই। আবার এগুলো ধাতুর ন্যায় তাপ ও বিদ্যুৎ পরিবহনও করে না। তাই এদের তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ বলা হয়। যেমনঃ নাইট্রোজেন, অক্সিজেন বা হাইড্রোজেন ইত্যাদি মৌল আবার কাচ, প্লাস্টিক, কাঠ এগুলোও অধাতুর উদাহরণ।

Post a Comment

0 Comments