অর্ধধাতু

অর্ধধাতু

 


ধাতুকল্প বা অর্ধধাতু অথবা উপধাতু হল একধরনের মৌলিক পদার্থ, যা ধাতু ও অধাতুর মাঝামাঝি বা একই সাথে উভয়ের ধর্ম প্রকাশ করে। ধাতুকল্পের কোনও নির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও, রসায়নবিদ্যায় এই শব্দটি বহুল ব্যবহৃত।
ধাতুকল্প বা অর্ধধাতু সমূহ নিম্নরুপঃ
I) বোরন (B)
II) সিলিকন (Si)
III) জার্মেনিয়াম (Ge)
IV) আর্সেনিক (As)
V) এন্টিমনি (Sb)
VI) টেলুরিয়াম (Te)
VII) পোলোনিয়াম (Po)

উপরোক্ত সাতটি মৌলকে পর্যায় সারণির ১৩ থেকে ১৬ গ্রূপ পর্যন্ত স্থান দেয়া হয়েছে।

Post a Comment

0 Comments